লক ডাউন চলছে। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও। কিন্ত থেমে নেই শিক্ষা কার্যক্রম। শিক্ষা বান্ধন শিক্ষকেরা চালিয়ে যাচ্ছে অন লাইন ক্লাস। কেউ জুমে, কেউ হোয়াটস এপে,কেউ ফেইসবুক গ্রুপে,কেউবা ফেইসবুক পেইজে। এই সকল ক্লাসকে শিক্ষক বাতায়ন নিচ্ছে তার বাতায়নে। শিক্ষকেরা তাদের নেয়া অন লাইন ক্লাস শেয়ার দিচ্ছেন তাদের স্ব স্ব প্রোফাইলে অন লাইন ক্লাস হিসেবে। শিক্ষক বাতায়নও এই হিসেব রাখছে খুবই নিরুপুন ভাবে। তালিকা প্রকাশ করে যাচ্ছে প্রতিনিয়ত। প্রকাশ করছে ৬৪ টি জেলা ভিত্তিক টপ টেন তালিকা। এমনকি জাতীয় তালিকাও প্রকাশ করছেন অত্যন্ত সফলতার সাথে।
আজ ৩ মে পর্যন্ত সাত দিনের হিসেব অনুযায়ী তথ্যে দেখা যায় রাউজান উপজেলার একজন শিক্ষক প্রথম অবস্থানে রয়েছেন। তিনি মোঃ নেয়ামত উল্লাহ। চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের শিক্ষক। সপ্তাহে তার ক্লাস সংখ্যা ৭১। ৭০ টি ক্লাস নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন রুম্পী চৌধুরী ও শিবানী চক্রবর্তী। তাহারা রাউজান উপজেলার কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা। ৬৯ টি ক্লাস নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন মহামুনি এংলো-পালি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষিকা নাসরিন আকতার। জাতীয় পর্যায়ের টপ টেন এর মধ্যে চার জনই রাউজান উপজেলার।
অপরদিকে চট্টগ্রাম জেলার টপ টেন এর মধ্যে দশ জনই রাউজান উপজেলার। এখানে রয়েছে কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের তিন জন যথাক্রমে রুম্পী চৌধুরী , শিবানী চক্রবর্তী ও সোমা কানুনগো,মহামুনি এংলো-পালি উচ্চ বিদ্যালয়ের ১ জন সহকারি প্রধান শিক্ষিকা নাসরিন আকতার , চুয়েট স্কুল এন্ড কলেজের দুই জন মোঃ নেয়ামত উল্লাহ ও মোহাম্মদ নাঈম উদ্দিন আকবর,খৈয়াখালি উচ্চ বিদ্যালয়ের ১ জন সহকারি প্রধান শিক্ষিক প্রমোতোষ বড়ুয়া, হারপাড়া উচ্চ বিদ্যালয়ের এক জন ঊর্মী কনা বড়ুয়া, সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের এক জন মোঃ ইলিয়াস এবং গুজরা শ্যামাচরন উচ্চ বিদ্যালয়ের এক জন শিক্ষক পিংকি শীল।