এ সপ্তাহে চট্টগ্রাম জেলার মধ্যে অন লাইন ক্লাস কার্যক্রমে সবচেয়ে এগিয়ে রাউজান উপজেলার কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়।লক ডাউনের মধ্যে যখন শ্রেণী কার্যক্রম চালানো সম্ভব নয় সেখানে তখনি এগিয়ে এসেছেন শিক্ষার্থী বান্ধব শিক্ষকেরা।তেমনি কিছু শিক্ষক রাউজান উপজেলার কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের।বিদ্যালয়ের ছয়জন শিক্ষিকার নাম সকলেরই স্মরণ রাখা উচিত।তাহারা হলেন যথাক্রমে ১।রুম্পী চৌধুরী যিনি জাতীয় পর্যায়ের সেরা দশের মধ্যে ৯ম এবং চট্টগ্রাম জেলা পর্যায়ের সেরা দশের মধ্যে ২য়,২।শিবানী চক্রবর্তী যিনি চট্টগ্রাম জেলা পর্যায়ের সেরা দশের মধ্যে ৩য়,৩।মৌসুমী মুতসুদ্দি যিনি চট্টগ্রাম জেলা পর্যায়ের সেরা দশের মধ্যে ৪র্থ,৪। নীলিমা ভট্টাচার্য যিনি চট্টগ্রাম জেলা পর্যায়ের সেরা দশের মধ্যে ৫ম,৫। সোমা কানুনগো যিনি চট্টগ্রাম জেলা পর্যায়ের সেরা দশের মধ্যে ৭ম এবং ৬।কাবেরী চক্রবর্তী যিনি চট্টগ্রাম জেলা পর্যায়ের সেরা দশের মধ্যে ৮ম অবস্থানে রয়েছেন। এদের ন্যায় সকল শিক্ষকেরা যদি এগিয়ে আসত অন লাইন ক্লাস কার্যক্রমে তাহলে এগিয়ে যেত শিক্ষা কার্যক্রম।