লক ডাউন চলছে। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও। কিন্ত থেমে নেই শিক্ষা কার্যক্রম। শিক্ষা বান্ধব শিক্ষকেরা চালিয়ে যাচ্ছে অন লাইন ক্লাস। কেউ জুমে, কেউ হোয়াটস এপে,কেউ ফেইসবুক গ্রুপে,কেউবা ফেইসবুক পেইজে। এই সকল ক্লাসকে শিক্ষক বাতায়ন নিচ্ছে তার বাতায়নে। শিক্ষকেরা তাদের নেয়া অন লাইন ক্লাস শেয়ার দিচ্ছেন তাদের স্ব স্ব প্রোফাইলে অন লাইন ক্লাস হিসেবে। শিক্ষক বাতায়নও এই হিসেব রাখছে খুবই নিরুপুন ভাবে। তালিকা প্রকাশ করে যাচ্ছে প্রতিনিয়ত। প্রকাশ করছে ৬৪ টি জেলা ভিত্তিক টপ টেন তালিকা। এমনকি জাতীয় তালিকাও প্রকাশ করছেন অত্যন্ত সফলতার সাথে।
আজ ১৩ জুন । শিক্ষক বাতায়নের টপ টেন তালিকায় আজ রাউজান উপজেলার চার জন শিক্ষিকার নাম রয়েছে। তাহারা হলেন কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের শিবানী চক্রবর্তী, গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ের দুই জন শিক্ষিকা রুপনা ভট্টাচার্য ও পিংকি শীল এবং উরকির চর উচ্চ বিদ্যালয়ের মেরী বিশ্বাস।
অপরদিকে চট্টগ্রাম জেলার টপ টেন এর মধ্যে দশ জনই রাউজান উপজেলার। এখানে রয়েছে ,কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের শিবানী চক্রবর্তী , গুজরা শ্যামাচরন উচ্চ বিদ্যালয়ের দুই জন শিক্ষিকা পিংকি শীল ও রুপনা ভট্টাচার্য ,উরকির চর উচ্চ বিদ্যালয়ের ৫ জন শিক্ষক মেরী বিশ্বাস,পরেশ চন্দ্র সাহা,কীর্তি রঞ্জন বড়ুয়া, তাজুল ও মোঃ মমিনুল হক ,আধার মানিক উচ্চ বিদ্যালয়ের ইলা চৌধুরী ও ঊন্সত্তর পাড়া উচ্চ বিদ্যালয়ের নির্মিল চন্দ্র দাশ ।