আজ ২৭ অক্টোবর ২০২০ তারিখ চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় অত্যন্ত সুন্দর এবং প্রাণ চঞ্চল ভাবে বিজ্ঞান অলিম্পিয়াড ২০২০ উদযাপিত হয়।সকাল ১০ টায় রাউজান আর আর এ সি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা শুরু হয়।প্রতিযোগিতা শেষে রাউজান উপজেলা অডিটরিয়ামে শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দেয়া হয় এবং শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবীর সোহাগ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অন লাইনে যোগদান করেন মোহাম্মদ মূনির চৌধুরী,মহা পরিচালক,বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর,ঢাকা।বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল আলম দীন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিকসন চৌধুরী, ফিসারিজ অফিসার পীযুস প্রভাকর,কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ,রাউজান সরকারি কলেজের প্রভাষক শর্বরী দে,বিজ্ঞান ক্লাবের সদস্য সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরউজজামান চৌধুরী ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস