শিরোনাম
রাউজান উপজেলায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে জামিয়াতুল মোদাররেশীন এর বরণ।
বিস্তারিত
রাউজান উপজেলায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে জামিয়াতুল মোদাররেশীন রাউজান উপজেলা শাখা বরণ করেনেন।
রাউজান উপজেলা সদ্য যোগদানকৃত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মনিরউজজামান চৌধুরীকে জামিয়াতুল মোদাররেশীন রাউজান উপজেলা শাখা বরণ করেনেন।অদ্য ১৫সেপ্টেম্বর ২০২০ তারিখ সকাল ১১ ঘটিকায় উপজেলাস্থ মাধ্যমিক শিক্ষা অফিসে এই বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।জামিয়াতুল মোদাররেশীন এর সকল নেতৃবৃন্দ সহ উপজেলার সকল মাদরাসা প্রধানগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র জনাব জমিরউদ্দিন পারভেজএবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা রাউজান প্রেস ক্লাবের সভাপতি সফিউল আলম ও একাডেমিক সুপার ভাইজার সজল চন্দ্র চন্দ্র।অনুষ্ঠানে বিভিন্ন বক্তাগন বিভিন্ন বিষয় সম্পর্কে নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসারকে ধারণাদেন।নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসার সকলের সহযোগিতা কামনা করেন এবং আগামী দিনের শিক্ষা কার্যক্রমকে আরো গতিশীল করার আহবান জানান।প্রধান অতিথি জনাব জমির উদ্দিন পারভেজ উপজেলার শিক্ষার মান ভালো অবস্থায় রয়েছে বলে জানান।এই অবস্থাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে।তিনি এম পি মহোদয়ের সাথে আলোচনা করে আরো বাস্তবমুখী পদক্ষেপ নিয়ে শিক্ষাকে এগিয়ে নিতে সব সময় সহযোগিতা করবেন বলেও তিনি আশা ব্যক্ত করেন।অনুষ্ঠানে সভাপতি ছিলেন অধ্যক্ষ হাফেজ মাওলানা আবু জাফর সিদ্দিকি।