উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর আওতায় ৩ (তিন) দিনব্যাপী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য ইংরেজি বিষয়ে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কার্যক্রম শুরু অদ্য ০৭ জুন ২০২১তারিখ সকাল ৯ঃ০০টায়। প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন জনাব বদিউল আলম, উপ-পরিচালক স্থানীয় সরকার, চট্টগ্রাম৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ কে এম এহছানুল হায়দর চৌধুরী, চেয়ারম্যান উপজেলা পরিষদ, চট্টগ্রাম এবং জনাব নুর মোহাম্মদ, ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, রাউজান, চট্টগ্রাম ৷ সভাপতিত্ব করেন জনাব জোনায়েদ কবীর সোহাগ, উপজেলা নির্বাহী অফিসার, রাউজান, চট্টগ্রাম ৷ কোর্স সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরউজজামান চৌধুরী।উপজেলার বিভিন্ন স্কুলের মোট ৩০ জন শিক্ষক প্রশিক্ষণে অংশ গ্রহন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস