Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ।
বিস্তারিত

চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।আজ ৩ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার সকালে রাউজান উপজেলা চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের অর্থায়নে ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় উপজেলার মোট ৪০টি হাইস্কুল ও কলেজে  স্টল দেয়।প্রত্যেকটি স্টলে ক্ষুদে বিজ্ঞানীদের নতুন চিন্তা ভাবনার একাধিক প্রজেক্ট উপস্থাপন করেন। রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল চৌধুরী বাবুলসহ অন্যান্য অতিথিরা প্রত্যেকটি স্টল পরিদর্শন করে ও উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় অংশ নেন। সভায় উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড.শামসুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃমনিরউজজামান চৌধুরী,রাউজান সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী,ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দীন হিরুসহ দুই শিক্ষার্থী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে বক্তব্য রাখেন।উপস্থাপনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ।নির্বাচিত স্টলের জন্য জুনিয়র ও সিনিয়র ক্যাটাগরি ভিত্তিতে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।জুনিয়র বিভাগে প্রথম হয় মহামুনি এংগ্লোপালি উচ্চ বিদ্যালয় এবং সিনিয়র বিভাগে প্রথম হয় কদলপুর স্কুল এন্ড কলেজ।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
03/12/2020
আর্কাইভ তারিখ
31/12/2020