আজ ৯ মার্চ রাউজান উপজেলায় সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়।জীবন বাঁচাতে সাঁতার অপরিহার্য।প্রতি বছর হাজারো মানুষের মৃত্যু ঘটছে শুধু মাত্র সাঁতার না জানার কারনে।অনাকাঙ্খিত মৃত্যু রোধ এবং শরীরকে সুস্থ্য সবল রাখা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনার প্রতিপালন, গ্রীষ্মকালীন খেলাধূলার প্রস্ততি হিসেবে চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় এই সাঁতার শেখানো কার্যক্রম শুরু হয়।প্রশিক্ষন কার্ক্রযমে প্রধান অতিথী হিসেবে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল এবং সভাপতি হিসেবে ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ। আরো উপ্সথিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরউজজামান চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক,উপজেলা স্কাউট কমিটির সাধারন সম্পাদক ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য বৃন্দ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস